খুলনার সোনাডাঙ্গায় জোড়া খুন

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

খুলনা অফিস
খুলনা নগরীতে নিজ ঘরে লেদ কারখানার মালিক ও শ্রমিককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা ট্রাকটামির্নাল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গলায় ফঁাস লাগানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মগের্ প্রেরণ করা হয়েছে। জোড়া খুনের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। নিহত দুইজন হলেন খুমেক ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে মেহেদী হাসান (১৭) ও সোনাডাঙ্গা বাসটামির্নালের একটি লেদ কারখানার মিস্ত্রি মো. আক্তার হোসেন (৫৫)। কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার এমএম শাকিলুজ্জামান জানান, বাসটামির্নাল এলাকার লেদ মেশিন কারখানার মিস্ত্রি আক্তার হোসেন ট্রাকটামির্নাল এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কমর্কতার্ মো. ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে ওই বাসায় গিয়ে আক্তার হোসেন ও মেহেদীকে হত্যা করে দুবৃর্ত্তরা। পরে আক্তারের লাশ ঘরের অঁাড়ায় ঝুলিয়ে দেয়। এ ছাড়া মেহেদীর লাশ ঘরের মধ্যে খাটের ওপর ফেলে রাখে। দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। শনিবার লাশ দুটির ময়নাতদন্তের পর হত্যার মোটিভ জানা যাবে।