চার জেলায় আটক ৮

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার দুপুরে আটককৃত দুই ছিনতাইকারীকে ১ মাসের কারাদÐ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে গোসাইবাড়ি বটতলা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ১০ ইয়াবাসহ আল আমিন (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গাংনী (মেহেরপুর) : একদিকে স্বামীর বহুবিবাহ অন্যদিকে শারীরিক নিযার্তন সইতে না পেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী ছৈজান নেছা (৪২)। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে শুক্রবার গভীর রাতে। গুরুতর অবস্থায় স্বামী রঞ্জিতকে (৪৭) প্রথমে গাংনী ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ছৈজানকে পুলিশ হেফাজতে নিয়েছে। বরিশাল : বরিশাল- পটুয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করাসহ ২ জনকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮। শনিবার বরিশাল নগরীর রুপাতলী র‌্যাব-৮ এর হেড কোয়াটাের্র এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম এ খবর জানান। মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা মডেল হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১টি প্রজেক্টরসহ ১৭টি সরকারি ল্যাপটপ চুরির ঘটনা মামলা হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুর রাশেদ বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাতনামা আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করে। পুলিশ এ ঘটনায় ওই স্কুলের নৈশপ্রহরী সুজিত গাইনকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৭৮ পিস ইয়াবাসহ আজাদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫।