সাগরদঁাড়িতে মধুমেলা ২২ জানুয়ারি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

কেশবপুর (যশোর) সংবাদদাতা
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবাষির্কী ও সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হচ্ছে ২২ জানুয়ারি থেকে। ইতোমধ্যে সংস্কৃত মন্ত্রণালয় আয়োজনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেলা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাযর্ জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা নিবার্হী অফিসার সিজানুর রহমান। যশোরের কেশবপুর উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে সাগরদঁাড়ি গ্রামে জমিদার রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর সংসারে ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। নিজ গ্রামে মধু কবির শৈশব কাটে। উচ্চশিক্ষা লাভের জন্য ১৮৩০ সালে সাগরদঁাড়ি ছেড়ে কলকাতার খিদিরপুরে চলে যান মাইকেল মধুসূদন দত্ত। প্রতিবছর ২৫ জানুয়ারি সংস্কৃত মন্ত্রণালয় সপ্তাহব্যাপী মধু মেলার আয়োজন করে থাকে। এবার এসএসসি পরীক্ষার কারণে এ মেলা এগিয়ে নিয়ে ২২ জানুয়ারী থেকে শুরু হচ্ছে চলবে ২৮ জানুয়ারি পযর্ন্ত জানায় মেলা উদযাপন কমিটি। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা নিবার্হী অফিসার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মেলায় মধু ভক্তদের নিরাপত্তা বিধানে সবোর্চ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। সাকার্স, জাদু প্রদশর্নী, মৃত্যুক‚প, নাগরদোলা, বিসিকের কুঠির শিল্প স্টল, সাকার্স পুতুল নাচেসহ প্রতিদিন উন্মুক্ত মঞ্চে থাকছে মহাকবির সাহিত্য সৃষ্টির উপর বিষয় ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক।