পঁাচ বছরেও চালু হয়নি মঙ্গলকান্দি হাসপাতাল

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
ফেনীর সোনাগাজী মঙ্গলকান্দি ২০ শয্যা হাসপাতাল Ñযাযাদি
সোনাগাজী উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় কমিয়ে সঠিকভাবে সেবা দিতে ও মঙ্গলকান্দির নবাবপুর চরমজলিশপুর বগাদানা ইউনিয়নসহ সাধারণ মানুষের সুধাথের্ মঙ্গলকান্দি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিমার্ণ করা হয়। কিন্তু অবকাঠামো নিমাের্ণর সাড়ে ৫ বছরেও জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যার সরকারি হাসপাতালটি চালু করা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিমার্ণকাজে ত্রæটির কারণে হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে মাত্র সাড়ে ৫ বছরে। ময়লা আবজর্নায় ভরা জরাজীণর্ হাসপাতালের লোহার গ্রিল, জানালা, দরজা ও কাচের গøাস ভেঙে গেছে। হাসপাতাল কমপ্লেক্স বিরান পড়ে থেকে নষ্ট হচ্ছে। হাসপাতাল ভবন, ডাক্তার কমর্চারীদের থাকার ঘরসহ পুরো কমপ্লেক্স এলাকা অরক্ষিত অবস্থায় পড়ে আছে। কোনো কিছুই কাজে লাগছে না। সব কিছুই বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। এ ছাড়াও হাসপাতালটিতে নেই নিরাপত্তার জন্য নৈশপ্রহরী। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কমর্কতার্ ডা. নুরুল আলম জানান, হাসপাতালটিতে বতর্মানে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) শাহেদা আক্তার ও এমএলএসএসের এরশাদ উল্যাহ নামের এক পিয়নকে প্রেষণে দিয়ে কোনোমতে বহিবির্ভাগ চালু করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালটি চালু করতে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, ওষুধ, আসবাবসহ আনুষাঙ্গিক সামগ্রীর জন্য সিভিল সাজের্নর মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে।