সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শীতবস্ত্র বিতরণ ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে শীতাতর্ মানুষের পাশে দঁাড়িয়েছে পিরামিড গ্রæপ। শনিবার ধামরাইয়ের কেলিয়ায় কুল্লা ইউনিয়নের শীতাতর্ ৬০০ দরিদ্র, বিধবা ও এতিম নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কাযর্ক্রম উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, এমপি বেনজীর আহমদ। পিরামিড গ্রæপের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রাথীর্ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, পিরামিড গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ফারুক, পরিচালক জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। টুনাের্মন্ট উদ্বোধন সোনাগাজী (ফেনী) সংবাদদাতা সোনাগাজী মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে বনির্ল আয়োজনে শুক্রবার রাতে চেয়ারম্যানস কাপ ব্যাডমিন্টন টুনাের্মন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জেডএম কামরুল আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনাের্মন্টের শুভ উদ্বোধন করেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. সোহেল পারভেজ, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সদস্য নিবাির্চত স্টাফ রিপোটার্র, টাঙ্গাইল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল কতৃর্ক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক রিজেন্ট বোডের্র সদস্য নিবাির্চত হয়েছেন। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সবর্সম্মতিক্রমে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নিবার্চনে নিবাির্চত তিন শিক্ষক হচ্ছেন এনভায়রণমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোসর্ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. পিনাকী দে। ফেনসিডিল জব্দ ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রাম থেকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামিপুর কোম্পানির গংগারহাট বিওপির সদস্যরা শুক্রবার আন্তজাির্তক সীমানা পিলার ৯৪২/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজোয়াটারী গ্রাম থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। কম্বল বিতরণ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গোবিন্দগঞ্জের শালমারার নওয়ানাপাড়ায় একতা জনসেবা ক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন ক্লাবের পরিচালক ও সাব অফিসার (অব.) ফায়ার সাভির্স মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, সহসভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রকাশ চন্দ্র প্রতাব প্রমুখ। নিবার্চনী প্রচারণা পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী পুনরায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিবার্চনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নিবার্চনী প্রচারণা শুরু করেন। শুক্রবার প্রথমে নিজ পিতা রাজবাড়ী জেলা কৃষকলীগের প্রয়াত সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী নাদের হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। পরে পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসসহ নেতা-কমীের্দর নিয়ে পাংশা শাহজঁই (রহ)-এর মাজার জিয়ারত করে প্রচারণার উদ্দেশ্যে উপজেলার বাবুপাড়া ও বাহাদুরপুর এলাকায় প্রচারণা চালিয়ে নিবার্চনী কাযর্ক্রম শুরু করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে হেনা মুন্সী পুনরায় ভাইস চেয়ারম্যান পদে নিবার্চনের লক্ষ্যে সবার কাছে দোয়া ও আশীবার্দ কামনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমপিকে গণসংবধর্না কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা বাংলাদেশ আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানহাটি প্রাঙ্গণে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপিকে গণসংবধর্না দেয়া হয়। আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার সভাপতি এ কে এম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল প্রমুখ। স্কুল উদ্বোধন রানীনগর (নওগঁা) সংবাদদাতা নওগঁার রানীনগর উপজেলার কাশিমপুরে শনিবার বেলা ১১টায় জিন্নাতুন নেছা কিন্ডারগাটের্ন স্কুলের উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা, রানীনগর প্রেসক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন হেলাল প্রমুখ। ঘোড়াদৌড় প্রতিযোগিতা ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামপুরা- আব্দুল্লা পাড়া গ্রামে শনিবার ঐতিহ্যবাহী ঘোড়ারদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জয়পুরহাট, নওগা, রাজশাহী, ঝিনাইদহ, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের প্রায় ৩০টি ঘোড়া অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মÐল, উপজেলা যুবলীগের আহŸায়ক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। সংবাদ সম্মেলন কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে চরের মানুষের উন্নত কৃষি পণ্যের মূল্য নিশ্চিতকরণ ও তাদের জীবনমানের উন্নয়ন কল্পে কৃষি ও বাণিজ্য মেলা পালনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সম্মেলনে উপস্থিত ছিলেন সুইসকনটাক্ট এম-৪ সি প্রজেক্টের ইন্টারন্যাশনাল এরিয়া ম্যানেজার উৎপল কুমার দত্ত, কো-অডিের্নটর আনোয়ারুল ইসলাম, ফুলস্টপ সলিউশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার রাকিুবল হাসান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। মতবিনিময় সভা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের মেলান্দহ উপজেলার ৭ নম্বর চরবানি পাকুরিয়া ইউনিয়নের দলীয় কাযার্লয়ে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রাথীর্ ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর চরবানি পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের আহŸায়ক তারা আকন্দ ও সঞ্চালন করেন ইউনিয়ন আওয়ামী-লীগের যুগ্ম আহŸায়ক মো. মিজানুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগে সহসভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রাথীর্ ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের জেসমিন আক্তার, জেলা কৃষক লীগ নেতা হুরমুজ আলী হিরু প্রমুখ। শীতবস্ত্র বিতরণ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরের অসহায় শীতাতর্ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন গরিব চিকিৎসা সেবা। শুক্রবার সন্ধ্যায় শহরের এসআর প্লাজা মাকের্টস্থ সংগঠনের নিজস্ব অফিসে ১৬০ জন শীতাতের্ক একটি করে কম্বল দেয়া হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা স্বাধীনতা চিকিৎসক সমিতি সৈয়দপুর জেলা কমিটির সভাপতি চিকিৎসক ডা. আলহাজ শেখ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব শীতাতর্ মানুষদের হাতে কম্বল তুলে দেন। এসময় উপদেষ্টামÐলীর সদস?্য মশিউর রহমান, ডা. রাইসুল কবীর, সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহাজাদা আহমেদ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ স্টাফ রিপোটার্র, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসহায় দুস্থ ও শীতাতের্দর মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা। শুক্রবার রাত আটটার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফরমে থাকা অসহায় শীতাতের্দর মাঝে তিনি এই কম্বল বিতরণ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান হাজি মো. জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবাষির্কী পালিত শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা শুক্রবার সন্ধ্যায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। এশিয়ান টিভির শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাশ সুমন’র সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবতীর্র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. আশরাফউদ্দিন, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবতীর্। মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, নাগরদোলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমুল তরফদার, রুপম আচাযর্ প্রমুখ।