কম খরচে উন্নত চিকিৎসা দেয়ার পরামশর্ পাটমন্ত্রীর

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, গ্রামের অসহায় ও গরিব মানুষ যেন কম খরচে চিকিৎসা সেবা পায় এ ব্যাপারে স্থানীয় বেসরকারি হাসপাতালের মালিকদের সুদৃষ্টি থাকতে হবে। শনিবার সকালে তারাব পৌরসভার মন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ বেসরকারি হাসপাতালের মালিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির উপদেষ্টা ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি ও মেমোরি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফারুক ভূইয়া, সহসভাপতি ডা. হালিম ভূইয়া, সিনিয়র সহসভাপতি ডা. রুহুল আমিন প্রমুখ।