বকেয়া পরিশোধ না করেই জুট মিল বন্ধ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ী আলহাজ জুট মিলের বন্ধ প্রধান ফটক Ñযাযাদি
জামালপুরের সরিষাবাড়ী আলহাজ জুট মিল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করেই মিল বন্ধ রেখেছে কতৃর্পক্ষ। ফলে ওই মিলের ৩ হাজার ৮৩ জন শ্রমিককে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন জাপন করতে হচ্ছে। জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার প্রাণকেন্দ্রে অবস্থিত লাভজনক প্রতিষ্ঠান আলহাজ জুট মিল। এ প্রতিষ্ঠানটি লাভজনক হলেও নানা অজুহাতে মিলের স্থায়ী, বদলি ও চুক্তিভিত্তিক ৩ হাজার ৮৩ জন নারী-পুরুষ শ্রমিকর ৫ মাসের প্রায় ৩ কোটি টাকা বেতন ভাতা বকেয়া রেখে মিলটি চালিয়ে আসছিল মিল কতৃর্পক্ষ। মিলটি চালু থাকাবস্থায় বকেয়া বেতন ভাতা পরিশোধের জন্য দীঘর্ দিন ধরে দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। একপযাের্য় মিলটি চালু রেখে আন্দোলনের ডাক দেয় শ্রমিকরা। এ আন্দোলন চলাকালে হঠাৎ করে গত ২১ জুলাই রাতে গোপনে জুট মিলের প্রধান গেটে তালা ঝুলিয়ে অনিদির্ষ্টকালের জন্য মিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়ে গা-ঢাকা দেয় মিল কতৃর্পক্ষ। এতে শ্রমিক-কমর্চারীরা ক্ষোভে ফঁুসে উঠে। পরে তারা মিল চালুসহ তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও স্মারকলিপি দিয়ে আন্দোলন অব্যাহত রাখে। এ শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় মিল কতৃর্পক্ষ বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কতৃর্পক্ষের এ আশ্বাসে আন্দোলন তুলে নেয় শ্রমিকরা। ৭ মাস পেরিয়ে গেলেও শ্রমিক-কমর্চারীদের দাবি বাস্তবায়ন হয়নি। মিলটি বন্ধ হয়ে পড়ায় কাজের সন্ধানে ছুটে বেড়াচ্ছে শ্রমিকরা। কোনো কাজ না থাকায় নারী শ্রমিকরা বিভিন্ন বাসা-বাড়িতে এবং পুরুষ শ্রমিকরা রিকশা, ভ্যান ও কৃষি কাজ করে অতিকষ্টে তারা তাদের পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন। আর যারা এসব কাজ করতে পারছেন না তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। নারী শ্রমিক মরিয়ম বেগম বলেন, মিলে কাজ করে কোনোরকম খেয়ে না খেয়ে দিন পার করেছি। এখন মিল বন্ধ হওয়ায় কেমনে দিন যায় আল্লাহই জানে। কোনো কাজকমর্ খেঁাজে পাই না। বকেয়া বেতনও দিতেছে না। শ্রমিক নেতারা বলছে মিল চালু হলে বকেয়া বেতন দেবে। কবে দিবে কে জানে। শ্রমিক মহর মিয়া জানান, বেতনের আশায় মিলে কাজ করেছি দোকান থেকে ধার (বাকি) নিয়ে সংসার চালিয়েছি। মিল বন্ধ কেউ আর বাকি দেয় না। স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।