হাসকিং মিলগুলো পুনজীির্বত করা হবে :খাদ্যমন্ত্রী

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

নওগঁা প্রতিনিধি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, অটোরাইস মিলাররা একচেটিয়া ব্যবসা করতে চাই। কিন্তু টাকার কারণে না হাসকিং মিলগুলো প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে। হাসকিং মিলগুলো যদি পুনজীির্বত করা যায় তাহলে কৃষকরা ধানের দাম পাবেন। কারণ তখন ধান কেনার প্রতিযোগিতা থাকবে। অটোরাইস এবং হাসকিং মিলগুলোকে যদি বরাদ্দ দেয়া হয় তাহলে কৃষকরা ন্যায্য ধানের দাম পাবেন বলে তিনি বিশ্বাস করেন। এ ছাড়া অটোরাইস মিলাররা নিজেদের চিন্তা না করে ছোট ভাইদের (হাসকিং মিল) সাথে নেয়ার পরামশর্ দেন। শনিবার বিকাল ৪টায় নওগঁা জেলা চালকল মালিক গ্রæপ আয়োজিত শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে সংবধর্না সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নওগাঁ জেলা চালকল মালিক গ্রæপের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগঁা-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগঁা-৫ আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগঁা জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা আ’লীগের সহসভাপতি নিমর্ল কৃষ্ণ সাহা, নওগঁা চেম্বার অব কমাসর্ অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চালকল মালিক গ্রæপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার প্রমুখ।