শিক্ষার আলো ঘরে ঘরে পেঁৗছে দিতে হবে :রুহুল

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

মতলব (চঁাদপুর) সংবাদদাতা
চঁাদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ নুরুল আমিন রুহুল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার দূরদশীর্ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ লক্ষ্য অজের্ন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। শিক্ষাবান্ধব সরকার শিক্ষার আলো ঘরে ঘরে পেঁৗছে দিতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, এ সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। চঁাদপুরের মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চবিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক ও ৯১ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে অলিপুর স্কুল-ওটারচর স্কুল সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ। আরো বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আতাউর রহমানের সহধমির্ণী নাজমা বেগম, সমাজসেবক আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান রাঢ়ি, স্কুল পরিচালনা কমিটির সদস্য ইসমাঈল হোসেন আখন্দ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুর মোশের্দ সুইট প্রমুখ।