সদরপুরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সদরপুরে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীত উপেক্ষা করে এখন দিন-রাত জমিতে সেচ দেয়া, চাষ দেয়া, বীজতলা থেকে চারা তোলাসহ বোরো ধান চাষের নানা কাজে এখন ব্যস্ত রয়েছে তারা। মাঠে ব্যস্ততা দেখে ও তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বোরো মৌসুমে চাষাবাদ করে বাম্পার ফলনের মধ্য দিয়ে তারা বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে চান। এদিকে কয়েক বছর ধরে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক অন্য ফসলের দিকে ঝুঁকছেন বলেও সরেজমিন ঘুরে দেখা গেছে। সদরপুর উপজেলার চরকুমারিয়া গ্রামের শেখ হাসমত জানান, গত ২ বছর ধরে বোরো আবাদ করছেন। এ ছাড়াও অনেক কৃষক ধানের মূল্য না পাওয়ায় তারা ধানের বিপরীতে বাধ্য হয়ে ভুট্টা, শাক-সবজিসহ অন্যান্য ফসল চাষের দিকে ঝুঁকে পড়েছেন। আরেক কৃষক জানান, ইতোমধ্যে সদরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে পানিসংকট থাকায় ইরি জমি চাষাবাদের আওতায় আনতে বেগ পেতে হচ্ছে। আবহাওয়া সহায়ক হলে আগামী বছর ধানের বাম্পার ফলন হবে বলেও তিনি জানান। সদরপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কমর্কতার্ বিধান রায় বলেন, আবহাওয়া অনুক‚লে থাকলে লক্ষ্যমাত্রা অজির্ত হওয়ার সম্ভাবনার পাশাপাশি তাদের উৎপাদিত ধান-চালের ন্যায্যমূল্য প্রাপ্তির ক্ষেত্রে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।