সুন্দরবন লাইনচ্যুত ১৭ ঘণ্টা ট্রেন বন্ধ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচঁাদপুর রেলস্টেশনের অদূরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘণ্টা পর রেল চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে খুলনার সাথে দেশের সব রুটের রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান রেলওয়ের বিভাগীয় পরিবহন কমর্কতার্ আব্দুল্লাহ আল মামুন। ঘটনা তদন্তে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় রেল ম্যানেজার নাজমুল হককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ডাউন ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের আগেই ২০০ গজের মধ্যে পয়েন্ট ইয়াডের্ ইঞ্জিনসহ একটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে লাইন ও সিগনালিং ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। ফলে সারা দেশের সাথে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এদিকে লাইনচ্যুত হওয়া ১০৮ টন ওজনের রেল ইঞ্জিনটি উদ্ধার করতে শুক্রবার রাত ১১টার দিকে ঈশ^রদী থেকে ৯৫ টন ক্ষমতা সম্পন্ন একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পেঁৗছায়। এর ঠিক এক ঘণ্টা পর খুলনা থেকে ৬৬ টন ক্ষমতাসম্পন্ন আরও একটি রিলিফ ট্রেন পেঁৗছে উদ্ধার কাজ শুরু করে। দুঘর্টনাস্থলের উভয় পাশে দঁাড়িয়ে থাকা ট্রেনের শত শত যাত্রী রাতেই বিকল্প পথে চলে যায়। অনেকে উপায় না পেয়ে গাড়ির মধ্যে রাত কাটায়। ফলে চরম দুভোের্গ পড়ে এসব যাত্রী। এদিকে যাত্রীদের নিরাপত্তায় রাতে স্টেশনগুলোতে সংশ্লিষ্ট থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল।