উলিপুরে ঠাÐায় নষ্ট হচ্ছে বীজতলা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে কনকনে ঠাÐা আর ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। বীজতলার চারাগাছগুলোর গোড়া পঁচন রোগ দেখা দিয়েছে। পাতাগুলো শুকিয়ে বাদামি রং হয়ে মরে যাচ্ছে। ফলে চলতি বোরো মৌসুমে চারা সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। এ অবস্থায় অনেক কৃষক কৃষি বিভাগের পরামশের্ বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা ও নিয়মিত পানি সেচ দিয়ে বীজতলা রক্ষার চেষ্টা করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার এক হাজার ৩৯৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্র নিধার্রণ করা হয়েছে। এর মধ্যে বোরো উফশি এক হাজার ২৫ হেক্টর, হাইব্রিড ৩৫৫ হেক্টর ও স্থানীয় জাতের ১৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। যা দিয়ে ২১ হাজার ৪৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করে ৮৭ হাজার ৮০৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছে। গত মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪৮০ হেক্টর জমিতে ৮৩ হাজার ৯২৯ মেট্রিক টন। উপজেলা কৃষি কমর্কতার্ সাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত ঠাÐার কারণে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং পরিমাণ মতো সার ও পানি দেয়ার পরামশর্ দেয়া হয়েছে।