শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা খননের ক্ষতিপূরণ ও পূণর্বাসনের দাবিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন -যাযাদি

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদী খননের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে নড়াইল-কালনা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পূর্ব সমাবেশে মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও ডা. সাদেকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তুহিন চৌধুরী, আমিনুল ইসলাম জাকির, শেখ লায়েক আলী, সাইফুল ইসলাম লালনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পানি উন্নয়ন মন্ত্রণালয় ও আদালতের নির্দেশনা থাকা সত্ত্ব্বেও নড়াইল জেলা প্রশাসন নবগঙ্গা নদী খননে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান না করে ভয়ভীতির মাধ্যমে নদী খনন করা হচ্ছে। অবিলম্বে নবগঙ্গা নদী খননের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে