বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে 'কৃষকের বাজার' নিয়ে মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

কৃষক ও ভোক্তাদের সুবিধার্থে মধ্যস্বত্বভোগীর প্রভাবমুক্ত রাখতে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তিতে নগরবাসীর জন্য পরীক্ষামূলকভাবে স্থাপিত 'কৃষকের বাজার' নিয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা রাফসান আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন মোলস্না, গাজীপুর সদরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান। মানব জমিনের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার, মুক্ত সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ লিটন, ভোরের দর্পণের গাজীপুর প্রতিনিধি মঞ্জুর হোসেন মিলন, দেশ রূপান্তরের গাজীপুর আমিনুল ইসলাম, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা রাফসান জানান, গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডে গত বছরের ২৩ সেপ্টেম্বর ও ৫৪ নং ওয়ার্ডে ৯ সেপ্টেম্বর কৃষকের বাজার দু'টি স্থাপন করা হয়েছে। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে