হবিগঞ্জে বিএনপির ৪৮ নেতাকমীর্র জামিন

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে একাদশ জাতীয় সংসদ নিবার্চন পরবতীর্ দায়েরকৃত ৪টি মামলায় হাইকোটর্ থেকে জামিন লাভ করেছেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রাথীর্ এবং বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ জি কে গউছ। একই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ৪৮ নেতাকমীর্ জামিন পেয়েছেন। রবিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোটর্ বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহববুর হোসেন, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, অ্যাডভোকেট শামছুল ইসলাম ও অ্যাডভোকেট হারুনুর রশিদ। গত ৩০ ডিসেম্বর ভোটের দিন হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচকে হাইস্কুল ভোট কেন্দ্র, যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও শহরতলির তেতৈয়া ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা, নিবার্চনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বঁাধা, গাড়ি ভাংচুর ও মারপিটসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ সদর থানায় ৪টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের লোকজন বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। এই ৪টি মামলায় হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রাথীর্ আলহাজ জি কে গউছ, তার ছোট ভাই জি কে গাফফার, পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক মাহবুবুল হক হেলালসহ ৪৮ নেতাকমীর্ রবিবার হাইকোটের্ জামিন আবেদন করেন। বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোটর্ বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।