চন্দনাইশে ঝুঁকিপূণর্ ভবনে চলছে শিক্ষা কাযর্ক্রম

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশে পরিত্যক্ত জরাজীণর্ স্কুল ঘরে ঝুঁকিপূণর্ অবস্থায় ছোট ছোট শিক্ষাথীের্দর শিক্ষা কাযর্ক্রম চলছে। জানা যায়, চন্দনাইশ উপজেলায় প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দোহাজারী পৌর সদরে ১৯৪৪ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বিদ্যালয়টি বেসরকারিভাবে চলে আসছিল। অথচ ১৯৭৩ সালে তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলে এই বিদ্যালয়টিও সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত হয়। সেই সময়ে বিদ্যালয়টি ৪ কক্ষবিশিষ্ট একচালা আধাপাকা টিন সেটের মধ্যে বিদ্যালয়ের কাযর্ক্রম সীমাবদ্ধ ছিল। দীঘর্ পঁচাত্তর বছরের মধ্যে বিদ্যালয়টির দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখনো সেই আধাপাকা একচালা বিশিষ্ট টিনের ঘরে ঝুঁকিপূণর্ অবস্থায় প্রতিদিনের পাঠদান কাযর্ক্রম চলছে। বিদ্যালয়ের দেয়ালের বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভ‚মিকম্প কিংবা প্রাকৃতিক দুযোের্গর সময় বিদ্যালয়টি ভেঙ্গে পড়তে পারে। বিদ্যালয়ের দরজা জানালা সম্পূণর্ নষ্ট হয়ে পড়েছে। দেয়ালের রঙ বলতে কিছুই নেই। উপরের বেড়ার ছাদ টুকরো টুকরো হয়ে ছিড়ে পড়ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান আরা বলেন, সংশ্লিষ্ট ঊধ্বর্তন কতৃর্পক্ষের নিকট বিদ্যালয়ের দুরাবস্থার কথা জানিয়ে বহু আবেদন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কমর্কতার্ হাসান আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের দুরাবস্থার কথা স্বীকার করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নতুন ভবন নিমাের্ণর ব্যবস্থা গ্রহণ করা হবে।