কারও তদবিরই গ্রাহ্য করি না :রাসেল

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, তার মন্ত্রণালয়ে স্বজনপ্রীতির কোনো স্থান নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই যাবতীয় কাজ সম্পাদন করা হচ্ছে। এ ক্ষেত্রে কারও কোনো তদবিরই গ্রাহ্য করেন না। রোববার সকালে টঙ্গীতে নিজ বাসভবনে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় সৌদি প্রবাসী মো. মাইন উদ্দিন তালুকদারসহ বেশ কয়েকজন প্রবাসী উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফটোসেশন করেন। প্রতিমন্ত্রী বলেন, সাবির্কভাবে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে সরকার। ক্রীড়াসহ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে।