চার জেলায় ৪ লাশ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলায় সোমবার চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নওগঁায় গৃহবধূ, চঁাদপুরের শাহরাস্তিতে নারী ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর। নওগঁা : নওগঁায় স্বামীর ওপর অভিমান করে খাদিজা বিবি (২৮) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি বিষপান করেন। খাদিজা নওগঁা শহরের আরজি-নওগঁা হঠাৎপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের ইলেকট্রিক মিস্ত্রি। রোববার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে এসে দেখেন স্ত্রী বমি করছে। এ ছাড়া বিষেরও গন্ধ বের হচ্ছিল। তাকে উদ্ধার করে দ্রæত নওগঁা সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান খাদিজা। শাহ্রাস্তি (চঁাদপুর) : চঁাদপুরের শাহরাস্তিতে শিউলি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে পৌরসভার ৩নং ওয়াডের্র সুয়াপাড়া গ্রামের গাজীবাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই স্বামী ওসমান গনিকে (২৭) আটক করেছে থানা পুলিশ। দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লা জেলার দেবিদ্বারে দুধ মেহার বিবি (৮০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার বোনের মেয়ে ভাগ্নি রুবী আক্তার। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভানী ইউনিয়নের শাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুধ মেহার বিবি ওই গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী। হত্যাকারী রুবি আক্তার (৪০) প্রায় তিন বছর যাবৎ খালার বাড়িতে বসবাস করে আসছিল। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক শিশু নিহত এবং চারজন আহত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার ধরমÐল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা বেগম (০৪)। সে ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে।