রাবিতে এক বছরে ৯৮ শিক্ষাথীর্ বহিষ্কার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

রাবি প্রতিনিধি
পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) গত এক বছরে ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার (সাজা) দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ২০১৮ সালে মোট চারটি সভায় উল্লিখিত ৯৮ জনকে সাজা প্রদান করে বিশ^বিদ্যালয় শৃঙ্খলা কমিটি। এর মধ্যে গত বছরের ১৪ মাচর্ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ২২ জন, ২৭ জুনের সিন্ডিকেট সভায় ২৬ জন, ২৬ অক্টোবর অনুষ্ঠিত এক্ট্রা অরডিনারি সিন্ডিকেট সভায় ২৩ জন এবং ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের ৪৮৬তম সিন্ডিকেটে ২৭ জনকে বহিষ্কার করে শৃঙ্খলা কমিটি।