হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পেলেন দীলিপ দাস

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পেয়েছেন দীলিপ দাস। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইস্যুকৃত এক পত্রে নতুন মেয়র কাযর্ভার গ্রহণ না করা পযর্ন্ত হবিগঞ্জ পৌরসভার প্যানেল-১ দীলিপ দাসকে মেয়রের দায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুটি চিঠি ইস্যু করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জিকে গউছ ২৮ নভেম্বর ২০১৮ তারিখে স্বীয় পদ হতে পদত্যাগ করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩৩ (১) (গ) ধারা মোতাবেক হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করা হলো। অপর এক পত্রে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এ ধারা ৪০ উপধারা (৩) এ বিধানমতে নতুন মেয়রের কাযর্ভার গ্রহণ না করা পযর্ন্ত প্যানেল মেয়র-১ কে হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধাথের্ আথির্ক ক্ষমতা নিদের্শক্রমে প্রদান করা হলো। এই পত্র ইস্যু হওয়ায় হবিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র-১ দীলিপ দাস সোমবার হতে মেয়রের দায়িত্ব পালন করবেন। এখানে উল্লেখ্য, মন্ত্রণালয়ের পত্রে দীলিপ দাসকে ভারপ্রাপ্ত মেয়র নয়, পূণার্ঙ্গ মেয়র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।