হাতিবান্ধায় বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

হাতিবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
গত কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ইরি-বোরো ধানের বীজতলাগুলো কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। এতে উপজেলার হাজার হাজার কৃষক বিপাকে পড়েছেন। তবে কৃষি বিভাগ দাবি করেছেন, বীজ তলার এ ক্ষতিতে জেলার ইরি-বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অজের্ন খুব একটা প্রভাব ফেলবে না। গ্রামের কৃষকরা জানান, ঘন কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের কারণে তার ইরি-বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। চারাগুলো লালচে হয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিসের পরামশর্ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেও তেমন ফল পাওয়া যাচ্ছে না। শীত এভাবে পড়তে থাকলে অধিকাংশ চারা নষ্ট হয়ে যাবে। উপজেলা কৃষি কমর্কতার্ আনোয়ার হোসেন জানান, বতর্মানে তাপমাত্রা কিছুটা কম থাকার কারণে কিছু কিছু বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দিতে পারে। তবে আশংকার কারণ নেই। এসব সমস্যায় আমরা কৃষকদের বীজতলায় পানি দেয়ার জন্য এবং যেসব জায়গায় কোল্ড ইনজুরি হচ্ছে সেসব জায়গায় ছত্রাক নাশক স্প্রে করার পরামশর্ দিয়েছি। এতে বীজতলার লক্ষ্যমাত্রা অজের্ন সমস্যা হবে না।