খুলনায় ইজিবাইকের লাইসেন্স ফরম বিতরণ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

খুলনা অফিস
খুলনা মহানগরীতে ইজিবাইক চলাচলের অনুমতি প্রদান-সংক্রান্ত আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সোমবার সকাল ১০টায় নগরভবনে একজন ইজিবাইক চালকের হাতে ফরম তুলে দেয়ার মধ্য দিয়ে কাযর্ক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। কেসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইজিবাইক মালিক-চালকরা। এতে নগরীতে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে বলে মনে করছেন নগরবাসী। তবে নগরীর স্থায়ী বাসিন্দা হওয়ার ক্ষেত্রে মালিকদের ব্যাপারে কড়াকড়ি করলেও চালকদের ব্যাপারে নিয়মটা শিথিল করার দাবি জানান চালকরা। ইজিবাইক লাইসেন্সের আবেদন ফরম মূল্য ৫০০ টাকা ও ইজিবাইক লাইসেন্সের মূল্য ১০ হাজার টাকা করা হয়েছে। এটা একজন চালকের জন্য অনেক বেশি বলে মনে করছেন অনেক চালক। কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার এসকেএম তাছাদুজ্জামান বলেন, অফিস চলাকালীন সময় নগরভবন থেকে এই ফরম সংগ্রহ করা যাচ্ছে। ইজিবাইক লাইসেন্স ফরম নিতে গেলে চালক বা মালিককে নগরীর স্থায়ী বাসিন্দার ভোটার আইডি কাডের্র ফটোকপি, তিন কপি পাসপোটর্ সাইজের ছবি, ইজিবাইকের মালিকানার কাগজপত্রসহ আরও কিছু আনুষঙ্গিক কাগজপত্র লাগছে। এসব কাগজপত্র গেজেটেড অফিসার কতৃর্ক সত্যায়িত করে ফরমের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হচ্ছে।