চাঞ্চল্যকর বাবুসোনা হত্যা মামলার রায় ২৯ জানুয়ারি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা আওয়ামী লীগ আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলার রায় ২৯ জানুয়ারি ধাযর্ করা হয়েছে। সোমবার দুপুরে যুক্তিতকর্ শেষে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণার দিন ধাযর্ করেন। এর আগে কড়া পুলিশি প্রহরার মধ্যদিয়ে এই হত্যা মামলার একমাত্র বেঁচে থাকা আসামি ¯িœগ্ধা সরকার ওরফে দীপাকে আদালতে হাজির করা হয়। এদিকে, আদালতে যুক্তিতকর্ চলাকালে রংপুর আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী সদস্য আদালতে উপস্থিত ছিলেন। রংপুরের চাঞ্চল্যকর বাবুসোনা হত্যা মামলায় ৩৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার যুক্তিতকর্ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন (পিপি) আব্দুল মালেক। তিনি জানান, রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতকর্ করা হয়েছে। এ আদালতের বিচারক সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতকর্ শেষে বিজ্ঞ বিচারক আগামী ২৯ জানুয়ারি মঙ্গলবার রংপুরের চাঞ্চল্যকর আইনজীবী বাবুসোনা হত্যা মামলার রায় ঘোষণার দিন ধাযর্ করেছেন। অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, গতবছর ৩০ অক্টোবর থেকে এই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে গত ২১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কাযর্ক্রম শুরুর আদেশ দেন এ আদালতের বিচারক।