মেঘনায় ট্রলার ডুবির ৬ দিন পর ২ লাশ উদ্ধার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ৬ দিন পর মেঘনা নদী থেকে অজ্ঞাত ২ ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকা হতে একটি ও চাঁদপুরের মতলব লঞ্চঘাট হতে অপর আরেকটি মৃতদেহ উদ্ধার করে দুই থানার পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহটি মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ কোন শ্রমিকের কিনা তা খাতিয়ে দেখছে পুলিশ ও ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার কাজের সংশ্লিষ্টরা। এদিকে এ ঘটনায় ট্রলার মালিক জাকির দেয়ান কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পঞ্চবতীর্ এলাকা হতে তাতে গ্রেফতার করা হয়। পরে তাকে কোটর্ হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গজারিয়া থানার অফিসার ইনচাজর্ মো. হারুন অর রশীদ। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া নৌফারির ইনচাজর্ মিজানুর রহমান জানান, সকালে মৃতদেহটি নদীতে ভাসার খবর পেয়ে উদ্ধার করে মগের্ মাঠানো হয়েছে। মৃহদেহের সঠিক পরিচয় জানা সম্ভব হয়নি। গজারিয়া উপজেলা নিবার্হী অফিসার হাসান সাদী জানান, গজারিয়া লঞ্চঘাট ও মতলব লঞ্চ হতে পৃথক ২টি ভাসমান মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে পেঁৗছলে তখন হয়তো বোঝা যাবে মৃতদেহ ২টি আদৌ ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তিদের কিনা।