খুলনায় খাদেম হত্যা মামলায় ৭ জন গ্রেপ্তার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

খুলনা অফিস
খুলনা মহানগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকার মাসুদ গাজী (৪০) হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মাসুদ গাজী মিস্ত্রিপাড়া বাজার মসজিদের খাদেম হিসেবে কমর্রত ছিলেন। হত্যাকাÐের ১২ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আটজন আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। জানা যায়, শনিবার রাত ১১টার দিকে স্থানীয় বখাটেরা দুই দফায় মাসুদ গাজীর ওপর হামলা করলে তিনি গুরুতর জখম হন। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রোববার নিহতের ভাই ইয়াসিন গাজী বাদী হয়ে মামলা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ জানান, হত্যাকাÐের পর নিহতের ভাই ইয়াসিন গাজী বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারনামীয় আটজন আসামির মধ্যে সাতজনকে ঘটনার ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পুলিশের তড়িৎ তৎপরতায় এত দ্রæত আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিহত মাসুদ গাজী মসজিদের খাদেমের পাশাপাশি রংমিস্ত্রি ও বিদ্যুতের কাজও করতেন। তিনি মহানগরীর পূবর্ বানিয়া খামার লোহারগেট নবম গলির বাসিন্দা মুনসুর রহমান গাজীর ছেলে। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে খুমেক হাসপাতাল মগর্ থেকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।