মেহেরপুরে অভিযানে ৪ অবৈধ ইটভাটা উচ্ছেদ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

মেহেরপুর অফিস
বেআইনিভাবে ইটভাটা পরিচালনা করে কৃষি জমি ধ্বংস, জীববৈচিত্র বিনষ্ট এবং জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করার দায়ে দুনীির্ত দমন কমিশনের হস্তক্ষেপে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা প্রশাসনের চারজন নিবার্হী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কাযার্লয়ের কমর্কতার্রা, স্থানীয় উপজেলা নিবার্হী অফিসারসহ ফায়ার ব্রিগেড ও এক প্লাটুন পুলিশ। দুদকের পক্ষ থেকে পুরো অভিযানটি তদারক করেন দুদকের কুষ্টিয়া কাযার্লয়ের উপপরিচালক মো. লুৎফর রহমান। রোববার দিনব্যাপী মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে মোনাখালী, দারিয়াপুর, ভবানিপুর ও মহাজনপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানা ও ভাটার বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করে দেয়া হয়। এসব ভাটায় ফায়ার সাভিের্সর মাধ্যমে আগুন নিভে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নিবার্হী কমর্কতার্ নাহিদা আক্তার জানান, এসব ইটভাটার কোন বৈধ কাগজপত্র না থাকায় চারটি ড্রাম চিমনিযুক্ত ইটভাটা ভেঙ্গে ফেলা হয় এবং ফায়ার ব্রিগেডের মাধ্যমে ইটভাটার আগুন নেভানো হয়। ধ্বংসাত্মক এসব ইটভাটা উচ্ছেদের মাধ্যমে ২০ একর জমি দখলমুক্ত করা হয়। অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, এসব ইটভাটা নিমাের্ণর জন্য জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই-এর কোনো অনুমোদন নেয়া হয়নি। “যেহেতু এসব অবৈধ ইটভাটাকে কেন্দ্র করে দুনীির্ত ঘটছে এবং দুনীির্তর কারণে বেআইনিভাবে ইটভাটা সৃষ্টি হয়েছে, সেহেতু দুদক এখানে হস্তক্ষেপ করেছে।