রেলওয়ের বিদেশ নিভর্রতা কমিয়ে আনা হবে:রেলমন্ত্রী

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

নীলফামারী প্রতিনিধি
মঙ্গলবার নীলফামারী সৈয়দপুরে রেলওয়ে কারখানা পরিদশর্ন কালে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম Ñযাযাদি
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ রেলওয়ের ওয়াগন ক্রয়সহ সাবির্ক ক্ষেত্রে বিদেশ নিভর্রতা কমিয়ে নিজস্ব উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হবে। এজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। জনবল নিয়োগসহ কিছু কাযর্ক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে। অন্য বিষয়গুলো নিয়ে দ্রæত কাযর্ক্রর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সকাল ১১টায় তার ৫ দিনের উত্তরবঙ্গ সফরের প্রারম্ভে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদশর্নকালে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, রেল তথা ট্রেন জনমানুষের বাহন। এক্ষেত্রে উন্নয়ন মানেই তৃণমূল পযাের্য়র পরিবহন সেক্টরের উন্নয়ন। তাই শেখ হাসিনার সরকার সব সময়ই রেলওয়ের উন্নয়নের জন্য সবার্ত্মক প্রচেষ্টা চালিয়েছেন। ইতোমধ্যে রেলওয়ের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মহাজোট সরকারের পূবের্র সরকার রেলওয়েকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু আওয়ামী লীগ মৃতপ্রায় রেলওয়েকে আবারও পুনজীির্বত করেছে। মন্ত্রী এ সময় আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পাশে আরও একটি রেলওয়ের সেতু নিমার্ণ করা হবে। জাপানি অথার্য়নে এটি নিমাের্ণর উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য উত্তরাঞ্চলের রেলপথগুলো চার লেন বিশিষ্ট করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আহসান আদেলুর রহমান আদেল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) সামসুজ্জামান, পঞ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার খন্দকার শহিদুল হক, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার প্রমুখ।