মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে :শফিকুর

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

ফরিদগঞ্জ (চঁাদপুর) সংবাদদাতা
নিবার্চনোত্তর বিজয় সমাবেশ ও নাগরিক সংবধর্না পেলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি। সোমবার বিকালে ফরিদগঞ্জ সদরে উপজেলা নাগরিক কমিটি আয়োজিত বিশাল জনসমাবেশে এই সংবধর্না প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, সংবধর্না কিংবা ফুলেল শুভেচ্ছায় বিশ্বাসী নই। কাজে বিশ্বাসী। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন এবং আপনারা ভোট দিয়ে বিপুল বিজয়ের মাধ্যমে যে সম্মান তাকে দেখিয়েছেন, এর জবাব বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, দুনীির্ত ও মাদকমুক্ত ফরিদগঞ্জ গড়েই দেব। ঘোষণা দিতে চাই, মাদককে এক নম্বর সমস্যা চিহ্নিত করে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। প্রশাসনিক কমর্কতার্ এবং জনপ্রতিনিধিদের বলেছি, যার আওতা অনুযায়ী মাদক ব্যবসায়ী, মাদকসেবন ও বহনকারী প্রত্যেকের তালিকা তৈরি করে পুলিশের কাছে জমা দিতে। সমাজকে অপরাধমুক্ত করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ফরিদগঞ্জ পৌরসভা মাঠে এই সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি মাহফুজুল হক। মোতাহার হোসেন রতনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রণিদ সাগর, ধমর্-বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, ঢাকা সিটি করপোরেশনের ওয়াডর্ কাউন্সিলর আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা প্রমুখ।