শেরপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে জখম

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর হাইস্কুল চত্বরে সোমবার বেলা ৩টায় এসএসসি পরীক্ষাথীের্দর বিদায় অনুষ্ঠান চলাকালে মুক্তিযোদ্ধার সন্তান সাজিদুল হককে পিটিয়ে জখম করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়ে বাসায় ফেরার পথে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানের পথরোধ করে আবারও মারপিট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সম্প্রতি বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে কতিপয় বহিরাগত যুবক সাজিদুল হকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় কথা কাটাকাটি হয়। এরই জেরে সাজিদুল হককে পিটিয়ে জখম করা হয়। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন।