সিরাজগঞ্জে সংরক্ষিত আসনে ১২ নারী প্রাথীর্

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সিরাজগঞ্জ-পাবনা থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু করেছেন ১২ জন নারী প্রাথীর্। তারা ইতোমধ্যেই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা নিজেদের যোগ্যতা আর দলের জন্য তাদের ত্যাগ ও কোরবানির কথা তুলে ধরছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। তবে দলীয় সূত্রে জানা যায়, এবার সংরক্ষিত আসনে প্রাধান্য পাবে তারুণ্য। আসবে নতুন মুখ। বিতকির্ত ও বয়সের ভারে ন্যুব্জরা বাদ পড়বেন। জানা গেছে, সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে এসব নারীরা নানা জায়গায় ধরনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, আওয়ামী লীগের ধানমন্ডি ও গুলিস্তানের কেন্দ্রীয় অফিসসহ বিভিন্ন নেতাদের অফিস ও বাসায়। মনোনয়ন সংগ্রহের এই দৌড়ে আছেন সিরাজগঞ্জ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদিকা জেদ্দা পারভীন রিমী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সোহেলি আফসানা ইকো, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ইলোরা কিবরিয়া, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা হাসনা হেনা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট কাজী সেলিনা পারভীন পান্না, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা হোসনে আরা পারভীন লাভলী, সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল লতিফ মিজার্র কন্যা সেলিনা মিজার্ মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন রিমা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের এপিএস পূণির্মা রানী শীল।