ঝুঁকিপূণর্ ভবনে চলছে সাবরেজিস্ট্রার অফিসের কাযর্ক্রম

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

পাবর্তীপুর (দিনাজপুর) সংবাদদাতা
পাবর্তীপুর সাবরেজিস্ট্রার অফিসের কাযর্ক্রম চলছে ঝুঁকিপূণর্ ভবনে Ñযাযাদি
দিনাজপুরের পাবর্তীপুরে একটি পরিত্যক্ত ভবনে ঝুঁকিপূণর্ভাবে চলছে সাব-রেজিস্ট্রার অফিসের কাযর্ক্রম। ফলে যে কোন মুহ‚তের্ ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুঘর্টনার আশংকা দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার এ অফিসটি রেলওয়ে লেভেল ক্রোসিং গেট এলাকায় একটি পরিত্যক্ত ভবনে পরিচালিত হয়ে আসছে। ভবনটি দীঘির্দন সংস্কার না হওয়ায় জরাজীণর্ হয়ে ঝুঁকিপূণর্ হয়ে পড়লেও নতুন ভবন নিমার্ন কিংবা অফিসটি অন্যত্র সরিয়ে নেয়ার কোন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না। অফিসটিতে দলিল কাযর্ সম্পাদনার মাধ্যমে প্রতি বছরে সরকারের প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আয় হলেও এটি সংস্কারের ব্যাপারে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কতৃর্পক্ষের। খেঁাজ নিয়ে জানা গেছে, এই অফিসে বতর্মানে একজন কমর্কতা ও চারজন কমর্চারীসহ প্রায় ৪০ জন নকল নবীস কমর্রত আছেন। এছাড়া প্রতিদিন শত শত লোকজন বিভিন্ন কাজে এখানে আসা যাওয়া করেন। এ বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী সাজ্জাদ হোসেন জানান, সবর্ক্ষণিক ঝুঁকির মধ্যে তাদের কাযর্ক্রম পরিচালনা করতে হচ্ছে। উপজেলা দলিল লেখক সমিতির সদস্য কাজী ফিজার বলেন, জরাজীণর্ ভবনটি ধসে পড়ে যে কোনো মুহ‚তের্ বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে। এদিকে পাবর্তীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন, ভবনটি দ্রæত সংস্কার কিংবা নতুন ভবন নিমার্ণ করে এই অফিসের কাযর্ক্রম পরিচালিত হলে তা সবার জন্যই মঙ্গল হবে। এ ব্যাপারে সাবরেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস জানিয়েছেন, ভবনটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বর্র্তন কতৃর্পক্ষকে অবহিত করা হয়েছে।