গ্রামপুলিশরা যাতায়াত ভাতা পাচ্ছেন না

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে দুই শতাধিক গ্রামপুলিশ এক বছর ধরে যাতায়াত ভাতা পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। জানা যায়, বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নে এক শতাধিক গ্রামপুলিশ সদস্য প্রতি সপ্তাহে যাতায়াত ভাতা ৩০০ টাকা করে প্রতি মাসে ১২০০ টাকা পাওয়ার কথা রয়েছে। কিন্তু গত এক বছরে তারা এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নিকলী উপজেলা নিবার্হী কমর্কতার্ মোছা. শাহিনা আক্তার বলেন, গত কয়েক মাস আগে তিনি এই উপজেলায় যোগদান করেছেন। তিনি বলেন, গ্রামপুলিশ সদস্যরা যাতায়াত ভাতা পাচ্ছে কিনা এই বিষয়ে তিনি অবগত নন বলে উল্লেখ করেন।