গোপালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
‘বিজ্ঞান প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পৌর শহরস্থ সুতি হোসেন শহীদ সোহরাওয়াদীর্ উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গোপালপুর-ভ‚ঞাপুর আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাÐু, ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি ও মরিয়র আক্তার মুক্তা, গোপালপুর থানার ওসি মো. হাসান আল মামুন প্রমুখ।