মিজার্পুর বিএনপির ৪০ নেতাকমীর্ কারাগারে

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

মিজার্পুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মিজার্পুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪০ জন নেতাকমীের্ক কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশের করা নাশকতার মামলায় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নিদের্শ দেন। গত ৮ নভেম্বর দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সোহাগপাড়া এলাকায় কনা সুইটমিটের সামনে নাশকতা চেষ্টার অভিযোগ এনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫৯ জন নেতাকমীর্র নামে মামলা দেয় পুলিশ। মঙ্গলবার ওই হামলায় হাজিরা দিতে গেলে তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেয় আদালত। এর আগে ওই মামলায় বিএনপি নেতাকমীর্রা হাইকোটর্ থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। কারাগারে পাঠানো বিএনপির এসব নেতাকমীের্দর মধ্যে আছেন মিজার্পুর উপজেলা বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাস লিমটন, মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম জিহাদী, উপজেলা ছাত্রলদ সভাপতি মো. ফরিদ মিয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান মৃধা পাষান, ভাওড়া ইউনিয়ন বিএনপি সভাপতি তপন হাসান খান, আনাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নাল হক, গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাদল, লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফ হোসেন, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রি, মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন খোকন এবং জামুকীর্ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জু ছাত্রদল নেতা ধ্রæব।