আটপাড়ায় স্মৃতি হয়ে থাকবেন ইউএনও শাকিল আহমেদ

প্রকাশ | ০৪ মার্চ ২০২৩, ০০:০০

আসাদুজ্জামান খান সোহাগ, আটপাড়া (নেত্রকোনা)
প্রতিটি মানুষই বেঁচে থাকেন মানুষের মনে কর্মের দ্বারা। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সাধারণ মানুষ পূর্বে কখনো নির্বাহী অফিসারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করাটা এতটা সহজ ছিল না। আর এখন উপজেলার সাধারণ মানুষের মুখে মুখে শুধু একটা নামই পরিচিতি পেয়েছে তা হলো মানবতার সেবক উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি প্রায় ১০ মাস পূর্বে উপজেলায় যোগদানের পর থেকেই প্রতিটি দাপ্তরিক কাজ যথা সময়ে সম্পাদন করে যাচ্ছেন। তাছাড়া উপজেলার প্রতিটি শিক্ষাঙ্গনের আমূল পরিবর্তন সৃষ্টি করেছেন। শিক্ষার হার বৃদ্ধির জন্য নিয়মিতভাবে নিজে পরিদর্শনসহ অন্য কর্মকর্তাদের মাধ্যমে মনিটরিং কার্যক্রমও অব্যাহত রেখেছেন। উপজেলার স্মরমুশিয়া ইউনিয়ন থেকে সুখারী পর্যন্ত যেখান থেকেই কোনো বিপদের সংবাদ আসে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধান করার চেষ্টায় লিপ্ত থাকেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছানোর স্বপ্নে রয়েছেন। ইতিমধ্যে তিনি আটপাড়া সুমাইখালী ব্রিজ সংলগ্ন পর্যটন স্পট তৈরি করার প্রকল্প গ্রহণ করেছেন। এতে কোমলমতি শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিনোদনের একটি মনোরম পরিবেশ সৃষ্টি হবে। এই সংবাদটি পেয়ে উপজেলাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতিমধ্যে তার সততা, নানামুখী উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনবান্ধব প্রশাসন হিসেবে জনগণের মণিকোঠায় অবস্থান করছেন, প্রশংসিত হচ্ছেন সর্ব মহলে।