চারঘাটে গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ | ০৪ মার্চ ২০২৩, ০০:০০
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা, ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওসি মাহবুবুল আলমের দিক নির্দেশনায় সাব-ইন্সপেক্টর মাহবুব আলম, এএসআই মামুন-১ ও সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর নিজ বাড়ির আঙ্গিনায় তলস্নাশি করে দুই কেজি গাঁজাসহ তসলিমা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ সাতজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার শলুয়া ইউনিয়নের আব্দুল জলিল ছেলে বুলবুল (২৮), চাঁন মিয়ার ছেলে সোয়েব (২২), আজগর আলীর ছেলে নয়ন ওরফে রাজ্জাক (৩০), মৃত আমজাদ মিয়া ছেলে রমজান আলী (২৫), অনুপমপুর গ্রামের নজের আলীর ছেলে বকুল (৩৭), কালুহাটি মৃত শুকুর আলী ছেলে এজাহারুল (৩৭), খোর্দ্দগোবিন্দপুর গ্রামের ফারুকের স্ত্রী তসলিমা বেগম (৩৮) ও খোর্দ্দগোবিন্দপুর গ্রামের আক্কাসের ছেলে শাকিল (৩২)। মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান।