ফকিরহাটে ইউএনওর বিরুদ্ধে সরেজমিন তদন্তে জেলা প্রশাসন
প্রকাশ | ০৪ মার্চ ২০২৩, ০০:০০
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের গায়ে হাত তোলার ঘটনার সরেজমিন তদন্ত করেছে জেলা প্রশাসন।
শুক্রবার সকালে ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঁঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে ভুক্তভোগী শেখ মিজানুর রহমান, প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম ও মোল্যা হাবিবুর রহমানের সাক্ষ্যগ্রহণ ও তাদের লিখিত জবানবন্দি গ্রহণ করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
পরে অভিযুক্ত ইউএনও মো. মনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। গত বুধবার সকালে উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গরুর ফার্মে যাচ্ছিলেন। এ সময় কাঁঠালতলা মোড় এলাকায় পৌঁছালে দ্রম্নত গতিতে ইউএনও'র গাড়িটি পেছনে আসে। তখন ইউএনও'র গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। পরে ইউএনও গাড়ি থেকে নেমে এসে মিজানুর রহমানকে থাপ্পড় দেন এবং গাড়িতে তুলে দেড় ঘণ্টা আটকে রাখেন। পরে লোকজন জড়ো হলে তাকে ছেড়ে দেয়। এ নিয়ে প্রশাসনে তোলপাড় শুরু হয়।