কালিহাতীতে তাঁত সেবা সার্ভিস সেন্টার উদ্বোধন

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেংগুরিয়ায় তাঁত সেবা সার্ভিস সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (যুগ্মসচিব) গাজী মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক আইরিন আক্তার, ইউএনও মো. নাজমুল হুসেইন, কোকডহড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক কেন্দ্র ইনচার্জ মো. মনজুরুল ইসলাম, বলস্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রাশিদুল হাসান লাভলু, বলস্না বাজার তাঁতী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, পরিচালক ও প্রশাসন সুকুমার সাহা প্রমুখ। উলেস্নখ্য, এ সার্ভিস সেন্টারের মাধ্যমে তাঁতীদের বিভিন্ন প্রকারের ১৩টি সেবামূলক নামমাত্র মূলে সার্ভিস দেওয়া হবে। যার গুণগতমান প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।