বেলেশ্বরীতে হিন্দু সম্প্রদায়ের পুণ্যস্নান আজ

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলায় বহমান সুতাং নদীর বেলেশ্বরীর বাঁকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী বেলেশ্বরী মহর্থিত পুণ্যস্নান আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই একাদশীর তিথিতে ত্রিবেদী মোহনায় এ স্নান অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে সুতাংয়ের কানাই নদীর সংগম স্থলের ত্রিমোহনায় মধুকৃষ্ণ ত্রিয়োদশী তিথিতে পবিত্র গঙ্গাজল প্রবাহিত হয়, ফলে ভারতের গঙ্গাস্নানে যে পুণ্য লাভ করা যায় তা সুতাংয়ের বেলেশ্বরী মোহনায় পাওয়া যায় বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। কথিত আছে, ত্রয়োদশী তিথিতে সুতাং নদীর তীর বেলেশ্বরীর পাশ দিয়ে কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে যাচ্ছিলেন স্ত্রী, পথিমধ্যে স্বামী জল পানের জন্য নদীর কাছে গিয়ে পানিতে পড়ে যান, সঙ্গে সঙ্গে স্বামীকে নদী থেকে তুলে স্ত্রী দেখতে পান তার স্বামী ভালো হয়ে গেছেন। তার পর থেকে প্রতি বছরই একাদশীর তিথিতে ত্রিবেদী মোহনায় এ স্নান অনুষ্ঠিত হয় এবং এতে বিপুল সনাতনী পুণ্যার্থীরা সমবেত হন।