সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
জন্মবার্ষিকী পালন  ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে। সকালের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও পূবণ আখতার ও এসি ল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি। পরে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও  ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ। পর্যায়ক্রমে ডোমার থানা ওসি মাহামুদ উন নবী, বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মানোয়ার হোসেন, সম্পাদক, মনজরুল হক চৌধুরী প্রমুখ। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হন। ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় হাই-টেক ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার থানা রোডে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক দেওয়ান মো. শাহজাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মিন্টু, ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আরিফুজ্জামান (উজ্জ্বল) প্রমুখ। ইসলামিক কনফারেন্স ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুরে আহ্‌লে সুন্নাত ওয়াল জামাআতের ইসলামিক কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জেলা শাখার উদ্যোগে শেরেবাংলা সড়কের জাসদ অফিস মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ আলী মিসবাহী আশরাফীর সভাপতিত্বে ও সৈয়দ মমতাজ রসুল ও মাওলানা জুনায়েদ আল হাবিব বরকাতির পরিচালনায় সভা উদ্বোধন করেন অধ্যক্ষ আলস্নামা ডক্টর আফজাল হোসাইন। এতে প্রধান আলোচক ছিলেন আলস্নামা মুফতি শহিদুলস্নাহ বাহাদুর। বিদায় সংবর্ধনা ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সামসুল আলমের বদলিজনিত বিদায় এবং উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অফিসার্স ক্লাবে সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। বক্তব্য রাখেন এসি ল্যান্ড উম্মে তাহমিনা মিতু, থানা ওসি মো. মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম, জেসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় ভবনে স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের পরিচালক সাদেকুল ইসলাম (রাজুর) সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি প্রকৌশলী মমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন নিয়ামতপুর বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র, চৌপুকুরিয়া (সিসিএস) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি বগুড়ার সোনাতলায় কবি, লেখক ও গণমাধ্যমকর্মী সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'স্নিগ্ধ ভোর অথবা মৃতু্য'র পাঠ উন্মোচন করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদের সভাকক্ষে কাব্যগ্রন্থের ওপর আলোচনার পাশাপাশি লেখক সাজেদুর আবেদীন শান্তর নানান শিল্পকর্মের ওপর বিশদ আলোচনা করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, থানার উপ- পরিদর্শক নুর ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণ ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসের কড়িকান্দি বাজারে ইভা মডেল হাইস্কুল ও ইভা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলী হোসেন মোলস্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, আইয়ুব আলী মাস্টার, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক মো. জমির আলী প্রমুখ। সাধারণ সভা ম পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় জেলার খামারিরা তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। গবাদিপশু খাদ্যের ঊর্ধ্বগতি এবং দুধের দামের নিম্নগতি সম্পর্কে সবাই তাদের মতামত তুলে ধরেন। জেলা ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সম্পাদক আবদুস সালাম আরিফ তার বক্তব্যে বলেন, বর্তমানে পটুয়াখালীর পাইকারি বাজারে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে দুধ বিক্রি করতে হচ্ছে। যেখানে একজন খামারিকে প্রতি কেজি দুধ উৎপাদন করতে কমপক্ষে ৬০ টাকা খরচ হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করা হয়। সভায় সদর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক আব্দুলস্নাহ আল বাছিরসহ শতাধিক খামারিরা উপস্থিত ছিলেন। জন্মবার্ষিকী উদযাপন ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বর্ণাঢ্যর্ যালি, শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, এসিল্যান্ড মো. তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুল রহমান প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চিনামুড়া লক্ষ্ণী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মেজবাহ উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যান্টিটেররিজম ইউনিট প্রধান কার্যালয়ের ইন্সপেক্টর মো. নূরুল ইসলাম ভূঁইয়া, এন মোহাম্মদ গ্রম্নপের সিইও মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, চশই উচ্চ বিদ্যালয় সভাপতি মো. সোহেল পাটোয়ারী প্রমুখ ওসির যোগদান ম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি মানিকগঞ্জের দৌলতপুর থানার নতুন ওসি হিসেবে মো. সফিকুল ইসলাম মোল্যা যোগদান করেছেন। ১৭ মার্চ দৌলতপুর থানায় যোগদান করার আগে তিনি প্রথমে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয়ে ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানায় অফিসার ইনচার্জ হিসেবে সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার জন্মস্থান গোপালগঞ্জ জেলা সদরে। শিশু দিবস পালিত ম গাজীপুর মহানগর প্রতিনিধি গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ডা. রেদোয়ানা সরকারের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. ফারজানা হক, সহকারী অধ্যাপক ডা. শামীমা সুলতানা, প্রভাষক ডা. ফারহানা জাহান, প্রভাষক ডা. মকবুল হোসেন, প্রভাষক ডা. নাজমুল হুদা প্রমুখ। আনন্দ মিছিল ম আশুলিয়া প্রতিনিধি ঢাকার আশুলিয়ায় মো. আওলাদ হোসেনকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করায় দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। আওলাদ শিমুলিয়া ইউপির টেঙ্গুরী কোনাপাড়া এলাকার হাজি শামসুল হকের ছোট ছেলে। শুক্রবার শিমুলিয়া ইউনিয়নের আব্দুল মান্নান ডিগ্রি কলেজের সামনে জিরানী-আমতলা সড়কে এ মিছিল করে জাতীয় পার্টি বিজেপির সাভার, আশুলিয়া, ধামরাই ও কালিয়াকৈর উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী। জন্মবার্ষিকী উদযাপন ম পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০৩ পাউন্ডের নৌকাকৃতির কেক কেটে ও ১০৩টি বর্ণিল আতশবাজি দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজাল হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য হাকিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, বিদ্যালয় অধ্যক্ষ মো. আকরাম উদ্দিন প্রমুখ। খাবার বিতরণ ম পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুস্থ, দরিদ্র ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। শুক্রবার পঞ্চগড় এরিয়া অফিসের উদ্যোগে সদর উপজেলা অফিস চত্বরে দুই শতাধিক শিশুর এ খাবার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। উপস্থিত ছিলেন রিক দিনাজপুর জোনের জেনারেল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, শেখ আজিম হোসেন (অডিট) প্রমুখ। বাল্যবিয়ে বন্ধ ম ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে বাল্যবিয়ে বন্ধ করে দেন ইমদাদুল হক শাহিন নামের এক ইউপি মেম্বার। শুধু বিয়ে বন্ধই নয় মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কোথাও বিয়ে দেবেন না বলেও সাদা কাগজে একটি অঙ্গীকারনামা দেন কনের বাবা। কুশুরা হামিদা আফাজ গালর্স স্কুলের শিক্ষক আলতাফ হোসেন লাবু জানান, ওই ছাত্রী লেখাপড়া থেকে শুরু করে ক্রিকেট, ভলিবল ও ফুটবল অনেক সুন্দর খেলতে পারে। কিন্তু অল্প বয়সে বিয়ে দিলে তার জীবনটা নষ্ট হতে পারে। তাই সবার সহয়োগিতায় বিয়ে বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুনর্মিলনী উদযাপন ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট ঐতিহ্যবাহী কাজী আজহার আলি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপিত হয়েছে। শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। জেলা প্রশাসক ও কলেজের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, ভারপ্রাপ্ত ইউএনও বিধান কান্তি হালদার। ফাইনাল ম্যাচ ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম ফটিকছড়ি ভূজপুর খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত আন্তঃভূজপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। খেলোয়াড় সমিতির সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ভূজপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি শ্রী তাপস চন্দ্র বাবু। উদ্বোধক ছিলেন সম্পাদক মোহাম্মদ এরশাদ উলস্নাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান হোসেন। মালামাল পুড়ে ছাই ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি আদমদীঘির সান্তাহারে ফ্রেস, সাদিয়া ফুড, কয়েল, তেল, জুস পানি রাখার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে মাহাবুব এন্টারপ্রাইজের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ও আদমদীঘির ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুহুল আমিন জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। সার বিতরণ ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিনামূল্যে পাট ও উফশী ধানের বীজ ও সার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি অফিস চত্বরে প্রান্তিক কৃষকদের চলতি অর্থ বছরে খরিফ ১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আহম্মদ হোসেন বিপস্নব, জাতীয় পার্টির উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক আবু তাহের, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ প্রমুখ। কর্মশালা অনুষ্ঠিত ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারে ইনফো হাব ইন্টারভেনশন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কক্সবাজারের হোটেল দি কক্স টুডেতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসিএফের উদ্যোগে এবং জিআইজেডের কারিগরি ও আর্থিক সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মো. নাসিম আহমেদ (এডিসি-উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)। বিশেষ অতিথি ছিলেন আলেকজান্ডার বেটজ, হেড অফ প্রোগ্রাম, জিআইজেড। জিআইজেডের অ্যাডভাইজর কহিনুর আক্তারের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালিত হয়।