বিশ্ব যক্ষ্ণা দিবস পালনের্ যালি ও আলোচনা সভা

প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্ণা দিবস উপলক্ষে আয়োজিতর্ যালি -যাযাদি
'হঁ্যা! আমরা যক্ষ্ণা নির্মূল করতে পারি!' সেস্নাগানে বিশ্ব যক্ষ্ণা দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক, নাটাব, আইসিডিডিআরবি, এসএমসি ও বাডাসের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে সিভিল সার্জেন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএ'র সহ-সভাপতি ডা. আব্দুল মজিদ সরকার, নাটাবের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুলস্নাহ আল মামুন, ডিএসএমও ডা. মেরাজুল ইসলাম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আশরাফুল আলম প্রমুখ। পাবনা প্রতিনিধি জানান, পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওর্ যালিতে অংশ নেন বক্ষব্যাধি ক্লিনিকের ডা. মোখলেসুর রহমান, বক্ষব্যাধি হাসপাতালের ডা. মাহবুব-ই-মইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডিআরএসএম ডা. ইশরাত জাহান, নাটাব জেলা কমিটির সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী, ব্র্যাক সুপারভাইজার সোহেল ইসলাম প্রমুখ। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার-টিবি ডা. এ এম রুখশাদ আসিফ জামান, টিএলএমআইবি'র টিবি কন্টোল অফিসার পাউলুস হাসদা, নাটাব জেলা সাধারণ সম্পাদক সামসউদ্দীন চৌধুরী কালাম। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা ইউএনও উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, থানার ওসি মঞ্জুরুল আলম। রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে ১৬২ যক্ষ্ণা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৯ জন শিশু ও ১৭ জন চিকিৎসা নেওয়ার পরেও আবার আক্রান্ত হয়েছেন। তবে ১৩ জনের দেহে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টস হয়েও ১০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন দু'জন। বিশ্ব যক্ষ্ণা দিবসের আলোচনা সভায় এমন তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. হাসিন মাহতাব আহমেদ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স আলোচনা সভা হয়। আরএমও ডা. হাসিন মাহতাব আহমেদের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাসপাতালের পরিসংখ্যানবিদ সুশীতল পাল, এমটি ইপিআই প্রবাল চন্দ্র দাশ, স্বাস্থ্য পরিদর্শক চিরঞ্জীত দত্ত, রাজনগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সীমান্তিক নতুনদিনের ডিস্ট্রিক্ট টিম লিডার রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার জয়নাল আবেদীন, হীড বাংলাদেশের টিবি কন্ট্রোল অ্যাসিসট্যান্ট বিপুল গোয়ালা প্রমুখ। মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, মহেশপুরের্ যালি ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কনসালট্যান্ট মনিরুজ্জামান, ডা. তাপস, ডা. মামুন পারভেজ, ব্র্যাকের মহেশপুর ইউনিট ম্যানেজার বাদশা মিয়া, মহেশপুর প্রেস ক্লাবে সভাপতি আব্দুর রহমান, যক্ষ্ণা নিয়ন্ত্রক সহকারী জেসমিন আক্তার, কার্ডিওগ্রাফার রাজেদুল ইসলাম রাজা। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মুরাদ, সহকারী সার্জন নুর ই আজমির ঝিলিক, মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার ও আহসান হাবিব, টিএলসিএ সুইট হোসেন, যক্ষ্ণা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার (টিবি) মিজানুর রহমান, সংগঠক মাকসুদুর রহমান প্রমুখ।