শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্তান ও মায়ের লাশ নিয়ে দুই পরিবারের টানাটানি :শেষে ২ জন দুই বাড়ি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

স্বামীর দাবি আত্মহত্যা, পিতা বলছে পরিকল্পিত হত্যা। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা গ্রামের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস (২২) ও ১০ মাস বয়সি শিশু মেহের মনির গত শুক্রবার সোলার ব্যাটারির এসিড পানি পান করে মৃতু্য নিয়ে এমন ভিন্ন অভিযোগ স্বামী ও বাবার। ময়নাতদন্ত শেষে কার বাড়িতে লাশ দাফন হবে তা নিয়ে স্বামী ও বাবার বাড়ির লোকজনের বাগ্‌বিতন্ডা হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে লাশ নিয়ে টানাটানির ঘটনা ঘটেছে।

রোববার এ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় শেষমেশ দু'জনের লাশ দুই বাড়িতে দাফনের সিদ্ধান্ত হয়। সন্তান মেহের মনি তার বাবা মানিকের কাছে ও জান্নাতুল ফেরদৌস তার বাবার বাড়িতে ওইদিন রাত ৯টায় চির নিদ্রায় শায়িত হন। জান্নাতুল ফেরদৌস ওই এলাকার আবু তাহেরের মেয়ে। আবু তাহের অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে মেয়েকে যৌতুকের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। মাদকাসক্ত ছিলেন স্বামী। কিন্তু ঘরে একটি সন্তান থাকায় মেয়েকে সব সহ্য করে সংসার করতে বলা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার মারধর ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আবু তাহের।

কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের মধ্যস্থতায় সন্তান মেহের মনিকে তার বাবা মানিকের বাড়িতে এবং জান্নাতুল ফেরদৌসকে তার বাবার বাড়িতে দাফনের সিদ্ধান্ত দেওয়া হয়। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃতু্যর কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে