গাজীপুর সিটির মাস্টার পস্ন্যানের কাজ ৫৫ শতাংশ হয়েছে :মেয়র কিরণ

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান কিরণ বলেছেন, গাজীপুর সিটির মাস্টার পস্ন্যানের কাজ চলছে। এজন্য ইতোপূর্বে এক্সেস এশিয়া নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু তারা চুক্তি মোতাবেক কাজ করতে না পারায় গত বছর জুলাইয়ের ২৮ তারিখ ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর সঙ্গে এ প্রকল্পের রিভাইজ চুক্তি হয়। এ পর্যন্ত মাস্টার পস্ন্যানের কাজ প্রায় ৫৫ শতাংশ শেষ হয়েছে। সোমবার ডুয়েট ক্যাম্পাসের শহীদ আহসান উলস্নাহ মাস্টার অডিটরিয়ামে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প স্টেকহোল্ডার কনসালটেশন এবং ফোকাস গ্রম্নপ ডিসকাসন ওয়ার্কশপের প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। ডুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের টিম লিডার ও ডুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন ডেপুটি টিম লিডার ও ডুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামাউন আল নূর। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র আয়শা আক্তার, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, জোন-৫ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।