প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল শিক্ষার্থীরা

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট বিতরণ করেন মনোয়ার হোসেন চৌধুরী এমপি -যাযাদি
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। জনশুমারীর কাজে ব্যবহারের জন্য সরকার বেশ কিছু কম্পিউটার ট্যাব কেনে। শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী এসব বেচে যাওয়া ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানোর খবর- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কনফারেন্স রুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার পরিতোষ শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ আলম, বর্ধনকুঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম প্রমুখ। বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান বিভাগের মাধ্যমে ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০২টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউএনও মো. শামীম হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ূন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক ও হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ২৬টি স্কুলের ১৫৬ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। রোববার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ট্যাবলেট কম্পিউটারগুলো বিতরণ করা হয়। উপজেলা পরিসংখ্যান অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। ইউএনও আজিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান, ওসি মো. জিয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মহসিন রেজা প্রমুখ। ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় কম্পিউটার প্রদান করা হয়। এতে উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান প্রমুখ। তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব দেওয়া হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার বিকালে উপজেলা মিলনায়তনে এসব ট্যাব বিতরণ করা হয়। উপজেলা পরিসংখ্যান বিভাগের সহায়তায় উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ট্যাবগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন। উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, মজিদপুর উচ্চ বিদ্যালয়, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়, সাতানী ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়, জুনাব আলী উচ্চ বিদ্যালয়, মাছিমপুর আর আর ইনস্টিটিউশন, গোপালপুর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাশকান্দি মডেল একাডেমির নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে এসব ট্যাব গ্রহণ করে।