গৌরীপুরে বিষ প্রয়োগে পাটক্ষেত বিনষ্টের অভিযোগ

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে ঘাস নিধনের বিষ প্রয়োগে এক কৃষকের পাটক্ষেত বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ভোরে উপজেলার কোনাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রোববার গৌরীপুর থানায় ছয়জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক আব্দুল হাই। অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. উজ্জ্বল মিয়া, মো. আরশেদ আলী, মো. মকরম আলী, আবু সাঈদ, আবু কালাম ও মো. বাবুল মিয়া। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে বিষাক্ত ওষুধ ছিটাতে দেখে নিষেধ করতে গেলে কৃষক আব্দুল হাইকে গালাগাল ও মেরে ফেলার হুমকি দেয় প্রতিপক্ষরা। আব্দুল হাই জানান, জমিজমা বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি আদালতের রায় পেয়ে আমি ১৬ শতক জমিতে পাট চাষ করেছিলাম কিন্তু প্রতিপক্ষ উজ্জ্বল গং তা নষ্ট করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। ওসি মাহমুদুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।