ইফতার মাহফিল ও রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের আহ্বায়ক প্রকৌশলী মো. লিয়াকত আলী -যাযাদি
বিভিন্ন স্থানে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয় পার্টির একাংশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা এমপি। দেউপুর উচ্চ বিদ্যালয় মাঠে রোববার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রমজান আলী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির একাংশের যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম নুরু। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর এলাকার কেকেএস'র নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুর রহমান আরমান, কেকেএস'র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ রাশেদুল হাসান রুবেল প্রমুখ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. জাহেদ আলী। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আরজুদা বেগম প্রমুখ। চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, সাংবাদিক, রাজনৈতিক নেতা, বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে ইফতার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুলস্নাহ আল ইসলাম জ্যাকব। সোমবার বিকেলে ডাকবাংলোতে এ ইফতারের আয়োজন করেন এমপি জ্যাকব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উলস্নাহ, পৌর মেয়র মো. মোরশেদ, প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে রোগীদের ইফতার বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব। রোববার ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিসাদুল ইসলাম খান রাজন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোশারফ ভূঁইয়া প্রমুখ। সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, রোববার পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, সাবেক সচিব ডক্টর মজিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শফিকুল ইসলাম প্রমুখ। লংগদু (রাঙামাটি) প্রতিনিধি জানান, লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ আর্মি ক্যাম্পে ইফতার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত ইফতার ও প্রীতিভোজে জোন কমান্ডার লে. কর্নেল মো. হিমেল মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ইউএনও আকিব ওসমান, থানার ওসি ইকবাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী আখনের নিজ অর্থায়নে সহস্রাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। রোববার তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে তাজকিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের সহ-সভাপতি পেয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য আকিব চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, তৌহিদুল আলম, রমিজ আলী, সাজিদ সামী চৌধুরী প্রমুখ। দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল রোববার বিকেলে উপজেলার মোহনা আবাসিক এলাকার রৌশন ভিলায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম শফিউদ্দিনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।