আটপাড়া হাসপাতালে সিজারিয়ানের ওটির উদ্বোধন

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
১৯৬৮ সাল থেকেই নেত্রকোনার আটপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সটি স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তবে গত ২ মার্চ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল যোগদানের পর হাসপাতালের বিভিন্ন সেবার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মাতৃসেবার মানোন্নয়নের জন্য সিজারিয়ানের জন্য ওটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন উপজেলার পাহাড়পুর গ্রামের মাসুমা আক্তার (২৭) ও লক্ষ্ণীপুর গ্রামের (৩৫) ইসনাহারের সিজারের মাধ্যমে সন্তান প্রসব করা হয়। বর্তমানে মা ও সন্তান সুস্থ আছে। এ ধরনের উদ্যোগের ফলে অসহায় পরিবারের লোকজন স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, উপজেলা চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, ইউএনও মো. শাকিল আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রেস ক্লাব সভাপতি মো. জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো. আসাদুজ্জামান খান সোহাগ, হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও সিনিয়র স্টাফ নার্সরা।