সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
আহ্বায়ক কমিটি ম মেহেরপুর প্রতিনিধি 'বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধের আদলে প্রতিটা জেলা-উপজেলায় স্মৃতিসৌধ বাস্তবায়ন চাই' এ দাবিকে সামনে রেখে স্বাধীনতার প্রথম সরকার গঠনের ঐতিহাসিক স্থান মুজিবনগর থেকে যাত্রা শুরু করল 'সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন'। এ উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক ইকরামুল কবির বাবলু, যুগ্ম আহ্বায়ক রফিকুর রশীদ রিজভী, অধ্যক্ষ হাফিজ ফারুক, আব্দুলস্নাহ আল আমিন, মীর দিনার হোসেন, সদস্য সচিব মির্জা গালিব উজ্জ্বল এবং সদস্য তরিকুল ইসলাম, এনামুল হক এনাম প্রমুখ। বীর সংবর্ধনা ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ইউএনও লুৎফুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. আতাউর রাব্বী, থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ (বীর প্রতীক), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আফসার আলী, হেলাল উদ্দিন খান, আবদুর রশিদ, গোলাম মাওলা প্রমুখ। শিক্ষার্থী সংবর্ধনা ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত এ শিক্ষার্থী সংবর্ধনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তারের সভাপতিত্বে ও অধ্যাপক জসিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ রায়হানুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কলেজ গভর্নিং বডির সদস্য ফজলুল কাদের চৌধুরী, হাসান মনসুর, ফরহাদ উদ্দীন, মোহাম্মদ নবী, এস এস হোসাইন কোরাইশী, শেখ মাহমুদা আক্তারসহ প্রমুখ। ল্যাপটপ বিতরণ ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে বিতরণী সভায় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা। বিশেষ অতিথি ছিলেন ইউএনও জিতেন্দ্র কুমার নাথ, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনি শংকর চাকমা প্রমুখ। সংবর্ধনা প্রদান ম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির প্রমুখ। রক্তদাতা সংগ্রহ ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্পন্দন রক্তদান সংঘের আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দিনভর নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফ হাসান ইমন, সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, উপদেষ্টা সদস্য মো. রাশেদুজ্জামান আলম, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, প্রচার সম্পাদক শুভ মহন্ত, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন প্রমুখ। বীজ বিতরণ ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে পাটচাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামানসহ পাটচাষিরা উপস্থিত ছিলেন। ঋণ বিতরণ ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার কৃষককে এক লাখ করে মোট ১০ কোটি টাকা কৃষি প্রণোদনা ঋণ বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনার এবি ব্যাংক। এ জন্য গত ১৯ মার্চ থেকে আটঘরিয়া পৌরসভায় মিলনায়তনে কৃষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল রহিম লাল, উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোহাইমিনুল ইসলাম চঞ্চল। মতবিনিময় সভা ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ব্যাংক কর্মকর্তা, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, বণিক সমিতি, স্বর্ণ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আইন শৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার থানার আয়োজনে থানা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওসি বিপস্নব কুমার বিশ্বাস। উপ-পরিদর্শক সাইফুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল। বক্তব্য রাখেন- জনতা ব্যাংক ঝগড়ারচর শাখার ব্যবস্থাপক শাহীন পারভেজ, কাউন্সিলর আশরাফুল আলম বুদু, সাহেব আলী, শাহজান কবীর, শিল্প ও বহুমুখী বণিক সমিতির সভাপতি মোশারফ হোসনে, সোনালী ব্যাংক শ্রীবরদী শাখার সিনিয়র অফিসার সরোয়ারদীম প্রমুখ। আলোচনা সভা ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাইয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর শাহাদাত হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, আলেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জ্যোতি রঞ্জন সিনহা, তাজুল ইসলাম, ওসি মো. নুনু মিয়া প্রমুখ। ইফতার মাহফিল ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সীমাখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখায়াত হুসাইন, উপাধ্যক্ষ মাওলানা আলমগীর হুসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন- ইউএনও ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। বক্তব্য রাখেন ওসি মো. মোশাররফ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাস্টার প্রমুখ। দোয়া মাহফিল ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মান্দা মমিন শাহানা সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সময় মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিনিয়র প্রভাষক মফিজ উদ্দিন শাহ এবং শিক্ষার্থী সজীব রানা। এ সময় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভা ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ। \হ সম্মাননা প্রদান ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের রাউজান সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের এবিএম ফজলে করিম চৌধুরী হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন- ইউএনও আবদুস সামাদ সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মানসা কালী মন্দিরে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার আয়োজিত গ্রামীণ মেলায় বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে মানসা কালী মন্দিরে ছড়িয়ে পড়ে উৎসবের এক আমেজ। মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুলের সভাপতিত্বে ও সম্পাদক বাবলু কুমার আঁশের পরিচালনায় এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবস পালিত ম গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে ভোর সাড়ে ৫টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ইউএনও মৌসুমী মান্নান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, থানার ওসি মো. রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) সুমন সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক, কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উচিত কুমার সিনহা প্রমুখ। জাতীয় দিবস উদযাপন ম কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও আমিমুল এহসান খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম হাক্কানী, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ফারহানা সিদ্দিকী ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুলস্নাহ। চেক বিতরণ ম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুরে গরিব ও অসহায়দের মধ্যে এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬৯ জনের মধ্যে ২ লাখ ৭১ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এতে ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস হাসিনা খাতুন, ওসি খন্দকার শামীম উদ্দিন প্রমুখ। পুরস্কার বিতরণ ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ইউনিক পস্নাস টিউটরিয়াল হোমের আয়োজনে সোমবার প্রতিষ্ঠান হলরুমে এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক রাকিবুল হাসান হৃদয় এবং সোহাগ সরকার। শিক্ষিকা তানিয়া তাসলিমা কণা। মৃতু্যবার্ষিকী পালিত ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় সাবেক আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউলস্নাহ মিয়ার তৃতীয় মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। সোমবার নরসিংদীর জেলা ও শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে কারারচর গ্রামে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা বিএনপি নেতা সারোয়ার জাহান মৃধা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, উপজেলা তাঁতী দলের সভাপতি কাজী সাহেদ, উপজেলা কৃষকদলের সম্পাদক মাহবুব খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাহাদাৎ হোসেন মামুন প্রমুখ। বীর সংবর্ধনা ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ সম্মানী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ওসি মুহাম্মদ আসলাম হোসেন, ভাইস-চেয়ারম্যান আবু হানিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী প্রমুখ। জাতীয় দিবস পালিত ম গাজীপুর মহানগর প্রতিনিধি গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডা. রেদোয়ানা সরকারের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ ডা. মো. ইব্রাহীম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ডা. আ.ক.ম. মোশাররফ হোসেন মোলস্না। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. মোস্তফা জামান, ডা. উজ্জল চন্দ্র ঘোষ, প্রভাষক ডা. মকবুল হোসেন, ডা. সাহিদুল ইসলাম এবং ছাত্রছাত্রীদের মধ্যে মনির হোসেন, ফাতেমা বেগম, বুলবুল আক্তার। মাসিক সভা ম ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরে জেলা রাজস্ব সম্মেলন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৯টি উপজেলার ইউএনওসহ রাজস্ব শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর ইউএনও লিটন ঢালী, সদর এসি ল্যান্ড জিয়াউর রহমান, ডিসি অফিসের জেনারেল সার্টিফিকেট শাখার সহকারী কমিশনার মো. আসাদুর রহমান প্রমুখ। ইফতার মাহফিল ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় মহান স্বাধীনতা দিবসে উপজেলার ১৫০ জন বীর মুক্তিযোদ্ধার সম্মানে ইফতারের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। রোববার উপজেলা হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড আবদুলস্নাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্প ম বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার বাঘারপাড়া মহিলা মাদ্রাসায় দিনব্যাপী এ কর্মসূচিতে সাড়ে ৮০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার। ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন দোহাকুলা ইউনিয়ন চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ। দিবস উদযাপন ম গাজীপুর মহানগর প্রতিনিধি গাজীপুরে বাংলাদেশ রিপাবলিকান পার্টির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজানের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান উপাধ্যক্ষ ডা. একেএম ফজলুল হক। পার্টির মহাসচিব আবদুলস্নাহ আল জাকির সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রফেসর মনিরুজ্জামন কাউসার। আলোচনায় অংশ নেন যুগ্ম মহাসচিব ডা. আব্দুর রহমান, নির্বাহী সদস্য ডা. আফসার আলী, মো. আতাউর রহমান, মো. ওবাইদুল ইসলাম প্রমুখ। সচেতনতা কার্যক্রম ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় জেন্ডার বৈষম্য দূরীকরণ, মাদক, বাল্যবিয়ে, যৌতুক, কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে কিশোর-কিশোরী ক্লাব। বর্তমান প্রেক্ষাপটে উপজেলায় এ ক্লাবের গুরুত্ব অপরিসীম। এরই ধারাবাহিকতায় এসব ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ ক্লাবে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা জেন্ডার প্রমোটার মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সুপার ভাইজার মিতা রানী, সব ক্লাবের কো-অর্ডিনেটর, সঙ্গীত ও আবৃত্তি শিক্ষক, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। সার ও বীজ বিতরণ ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুরে ২ হাজার ৫শ' কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার ইউএনও মো. শামীম হুসাইনের সভাপতিত্বে পৌরসভাসহ পিরিজপুর, সরারচর, হালিমপুর, হিলচিয়া, দিলালপুর, বলিয়ারদী ইউনিয়নের কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, উপজেলা কৃষক লীগের সম্পাদক আকরাম হোসেন।