ঝিনাইগাতীতে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে ২ জন আহত

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বন্ধভাটপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন শাহীন আহমেদের স্ত্রী রায়হানা বেগম রেনু ও কাদির মন্ডলের স্ত্রী আমেনা বেগম। উভয়ই ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সরেজমিন রায়হানা বেগম রেনু জানান, 'আমি ৫০ শতাংশ জমি ক্রয় করে আদালতের নির্দেশে এখানে বসবাস করে আসছি। আমাকে নিরীহ-অসহায় পেয়ে আমার জমির সীমানার সঙ্গে প্রভাবশালী আব্দুল কাদির মন্ডল পুকুর খনন করে পাড় ভেঙে আমার যাতায়াতের রাস্তাসহ জমি জবরদখল করার চেষ্টায় লিপ্ত আছে। এতে আমি একা বাধা দিতে গেলে কাদির, আমেনা ও আসিফ আমাকে মারপিট করে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।' আব্দুল কাদির জানান, 'আমার জমি তার বাড়িতে আছে। আমি কোর্টের নির্দেশ শ্রদ্ধা করি। তার কোনো জমি জবরদখল করিনি।' থানায় আইনের আশ্রয় নিয়েছেন জানিয়ে বলেন, 'তার জমি থাকলে তিনি নেবেন, আমার থাকলে আমি নিব। আমার স্ত্রী আমেনাকে মারপিট করেছে।'