এক বছরে পাল্টে গেছে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিত্র

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মাত্র এক বছরে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিত্র পাল্টে দিয়েছেন ডা. মো. তানভীর হাসান। এক বছর আগে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। যোগদানের পর থেকে তার অক্লান্ত পরিশ্রমে হাসপাতালের অভূতপূর্ব পরিবর্তন ঘটান। একেবারে শূন্য থেকে একটা চলমান অপারেশন থিয়েটারে রূপ দেওয়াটা চ্যালেঞ্জিংই ছিল তার টিমের জন্য। লোকবলের অপ্রতুলতা, যন্ত্রের সীমাবদ্ধতার সব বাধা কাটিয়ে শুরু করা হয়েছে অপারেশন থিয়েটার। সার্জারি বিভাগের বিভিন্ন অপারেশন নিয়মিত চলমান থাকলেও প্রথমবারের মতো গাইনি (সিজারিয়ান সেকশন) বিভাগে অপারেশন করানো হয় গত ১৪ ফেব্রম্নয়ারি। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. মুজিবুর রহমানের অনুপ্রেরণা, সহযোগিতা ও দিকনির্দেশনায় এই কার্যক্রম আরও বেগবান হয়েছে। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। সহযোগিতা করেন হাসপাতালের আরএমও ডা. শামীম।